কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেফতার ২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে যৌথ বা‌হিনী। শনিবার (২৯ মার্চ) কুমিল্লা সদর উপজেলার টিপরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার মাছুম বিল্লাহর ছেলে সাইদুল বাশার অমিক (২৩) এবং বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামের মৃত সার্জেন্ট (অব.) মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ (২১)।
 
কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিপরা বাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গু‌লি বর্ষণের অভিযোগ রয়েছে।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

এমআর


Share this news on:

সর্বশেষ