ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে আন্দোলন করা টিএনজেড গ্রুপের শ্রমিকেরা শেষ পর্যন্ত পুরো পাওনা পাননি।
গত ২৩ মার্চ থেকে শুরু হওয়া তাদের আন্দোলন সরকার ও মালিকপক্ষের আশ্বাসের ফাঁদেই আটকে থাকে। শ্রম ভবনের সামনে ইফতার-সেহরি করেও তারা ন্যায্য বেতন আদায় করতে পারেননি।
শ্রম মন্ত্রণালয়ের হস্তক্ষেপের পরেও মালিকপক্ষ পুরো টাকা পরিশোধ করেনি। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের পরে ৮ এপ্রিল বৈঠক হবে। শ্রমিকদের পাওনা পরিশোধের অজুহাত হিসেবে ব্যাংক বন্ধ থাকার যুক্তি দেওয়া হলেও আন্দোলন শুরুর সাত দিন পরও সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি।