তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলার অভিযোগ, এলাকায় উত্তেজনা

লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা, বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপির একটি অংশই তার ওপর হামলা চালিয়েছে। 

গতকাল রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নিজ বাড়িতে হামলার শিকার হন বাচ্চু মোল্লা। এ ঘটনায় তিনি হাতে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এ সময় বাচ্চু মোল্লা বিষয়টি জানতে সেখানে উপস্থিত হলে সংঘর্ষের মধ্যে পড়ে যান।

বাচ্চু ও মঞ্জু সম্পর্কে চাচা-ভাতিজা। বাচ্চু মোল্লা পরিস্থিতি শান্ত করতে গেলে এক পক্ষ ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়, এতে তিনি হাতে আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মেহেদী মঞ্জু বলেন, “আমি কখনো রাজনীতি করে কারও ক্ষতি করিনি, তবু পালিয়ে থাকতে হচ্ছে। বিকেলে অসুস্থ মাকে দেখতে বাড়িতে গেলে বিএনপির লোকজন হামলা চালায়। আমি আগেই বেরিয়ে আসায় রক্ষা পাই, কিন্তু বাচ্চু কাকা বাধা দিতে গিয়ে আক্রান্ত হন।”

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, বাচ্চু মোল্লার বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি পরিস্থিতি শান্ত করতে গেলে এক পক্ষ তার ওপর চড়াও হয়। এতে তিনি হাতে আঘাত পান এবং হাসপাতালে চিকিৎসা নেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

ঘটনার সময় বাচ্চু মোল্লা হাসপাতালে থাকায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল করলেও, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭ Apr 02, 2025
img
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া Apr 02, 2025
img
দক্ষিন চীন সাগরে নতুন তেলের খনি আবিষ্কার চীনের, মজুত বিপুল Apr 02, 2025
img
ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Apr 02, 2025
img
কলকাতার ঈদ অনুষ্ঠানে সনাতন ধর্ম নিয়ে মন্তব্য, বিতর্কের মুখে মমতা Apr 02, 2025
img
দুই সন্ত্রাসীর বিরোধে চট্টগ্রামে জোড়া খুন, আসামি সাজ্জাদ ও তার স্ত্রী Apr 02, 2025
img
হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ১২ গ্রামে সংঘর্ষ, আহত অর্ধশত Apr 02, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ ফিলিস্তিনি Apr 02, 2025
img
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Apr 02, 2025
img
ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ: কংগ্রেস Apr 02, 2025