ঈদের দিন জাফলংয়ে বেড়াতে গিয়ে প্রাণ গেল পর্যটকের

সিলেটের গোয়াইনটে জাফলং পর্যটনকেন্দ্রে ঈদের দিন বেড়াতে গিয়ে পানিতে ডুবে মো. নয়ন হোসেন (১৩) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ মার্চ) পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা এ ঘটনা ঘটে।নয়ন সিলেটের সুবিধবাজার আবাসিক এলাকার মো. ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, সোমবার ঈদের দিন দুপুরের দিকে নয়ন মিয়াসহ তার ১৩ জন বন্ধু জাফলংয়ে বেড়াতে যায়।বিকেলের দিকে নয়নসহ কয়েকজন বন্ধু মিলে জিরো পয়েন্টে পানিতে গোসল করতে নামে।

গোসলের এক পর্যায়ে নয়ন স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয়রা দেখতে পেয়ে স্থানীয় ডুবুরীদের খবর দেয়।পরে ডুবুরিয়া ঘন্টাব্যাপি উদ্ধার তৎপরতা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ‌‘জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এমআর/এসএন


Share this news on: