মেহেরপুরে সড়কে প্রাইভেটকারের ধাক্কায় শিশুসহ এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। আজ সোমবার (৩১ মার্চ) ব্রিটিশ আমেরিকান টোব্যাকো অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও ৩ জন।
নিহতরা হলেন সদর উজলপুর গ্রামের হাসান মোল্লায় ছেলে এনআরবিসি ব্যাংকের রুপনগর ব্রাঞ্জের অফিসার আক্তারুজ্জামান ওরফে শোভন এবং গাংনী উপজেলার ধানখোলা গ্রামের ভ্যানচালক আলী হাসানের ছেলে শিশু জুবায়ের হাসান।
এ ঘটনায় আহত হয়েছেন নিহত জুবায়ের হোসেনের পিতা ভ্যানচালক আলী হাসান, আল ইমরান, প্রাইভেটকারচালক সাজ্জাদ হোসেন পলাশ।
স্থানীয়রা জানায়, নিজস্ব প্রাইভেট কার নিয়ে সাজ্জাদ হোসেন পলাশ আমঝুপিতে থেকে মেহেরপুরের দিকে ফিরছিলেন। অপরদিকে, অপরদিকে ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামান মোটরসাইকেল নিয়ে এবং ভ্যানচালক আলী হাসান তার পরিবারের লোকজন নিয়ে আমঝুপির দিকে যাচ্ছিলেন। বিএটি অফিসের সামনে প্রাইভেট কারটি বিপরীত দিকে আসা ভ্যানকে ধাক্কা দেওয়ার পরে মোটরসাইকেলটিকেও ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রোড সাইনে ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।
তারা আরো জানায়, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামান মারা যান। এ ছাড়া অবস্থার অবনতি হওয়ায় আল ইমরান ও জুবাইয়ের হাসানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। রাজশাহীতে নেওয়ার পথে সন্ধ্যার দিকে পাবনার মধ্যে শিশু জুবায়ের হোসেন মারা যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন এবং গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, ভ্যানচালক আলী হাসান বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং প্রাইভেট কারচালক পলাশ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
আরএ/এসএন