লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আবিদা সুলতানা (৬) নামের এক শিশু আহত হয়েছে।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর কাচারিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আবিদা কাশিপুর এলাকার ইব্রাহিম হোসেন ও আমেনা বেগম দম্পতির মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, কাচারিবাড়ীর অহিদ নামের এক যুবক ঢাকায় গাড়ি চালান।

ঈদুল ফিতরের আগের দিন তিনি গ্রামের বাড়িতে যান। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালায়। ঘটনার সময় অহিদের মেয়ের সঙ্গে তার ভাতিজি আবিদা খেলছিল। এ সময় সন্ত্রাসীরা অহিদকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে, অহিদ সরে গেলে গুলিটি তার ভাতিজি আবিদার পেটে বিদ্ধ হয়।

পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আবিদাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পীযুষ চন্দ্র দাস বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তার পেটে গুলি লেগেছে। গুলি প্রবেশ এবং বাহিরের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।
এখনো বিস্তারিত জানি না।’

আরএ/এসএন


Share this news on:

সর্বশেষ

img
সংস্কারবিহীন নির্বাচন মানে আরেকটি ফ্যাসিবাদ কায়েম করা: মুনিরা Apr 03, 2025
img
জুলাই-আগস্ট বিপ্লবকে ভুলে দেশে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হয়েছে Apr 03, 2025
img
ভারতে প্রশিক্ষণ বিমানে দুর্ঘটনা, প্রাণ হারালেন পাইলট Apr 03, 2025
“ঈদ আনন্দ সবার মনে, থিম পার্কে দর্শনার্থীর ভিড়” Apr 03, 2025
দেশে কোনো জ'ঙ্গি'বা'দের উ'ত্থা'ন হয়নি- দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার Apr 03, 2025
বাংলাদেশের গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে মাহফুজ আনামের বিশ্লেষণ Apr 03, 2025
রাশিয়ার ইতিহাসে বাধ্যতামূলক সেনা নিয়োগ শুরু করেছেন পুতিন Apr 03, 2025
প্রেমিকার ইচ্ছায় ছুটন্ত খাট বানিয়ে তাক লাগালেন ডোমকলের নবাব! Apr 03, 2025
বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে ঘিরে ফেলার জন্য চীনকে আহ্বানের অভিযোগ কংগ্রেসের Apr 03, 2025
সিনেপ্লেক্স থেকে নামানো হলো সাকিবের অন্তরাত্মা! Apr 03, 2025