চৈত্রে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড়

সারা দেশ যখন তাপদাহে পুড়ছে, তখন চৈত্রের মাঝামাঝি সময়ে হঠাৎ উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট ঘন কুয়াশায় ঢাকা পড়তে দেখা গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) গভীর রাত থেকে বুধবার (২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত পঞ্চগড়ে এ কুয়াশার দেখা মিলে।

তবে ভোর থেকে হিমেল বাতাসের কারণে খানিকটা শীত অনুভূত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারো কেটে যায় কুয়াশা, দেখা মেলে সূর্যের।

স্থানীয়রা জানান, গত কয়েকবছরেও এমন কুয়াশা আর ব্যতিক্রম আবহাওয়া তারা দেখেননি। আবহাওয়ার কারণে জ্বর, সর্দিসহ নানা রোগ দেখা দিচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, বুধবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। আকাশে মেঘের উপস্থিতিতে আর বাতাসে ধূলিকণা থাকায় কুয়াশার পরিমাণ বাড়িয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে আকাশে মেঘ থাকার কারণে কুয়াশা হয়ে ঝরেছে; সেইসঙ্গে বাতাসের আদ্রতা কম থাকা ও বায়ুতে ধূলিকণার উপস্থিতি বেড়েছে। আরও কয়েকদিন চলতে পারে এ ধরনের তাপমাত্রা।

এসএন 

Share this news on: