কেন্দুয়ায় দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০

তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় বলাইশিমুল ও ছবিলা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছবিলা গ্রামের জসিম উদ্দিনসহ দুজনের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই দুটি গ্রামের মধ্যবর্তী হাওরের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০-৩০ জন আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কয়েকজন আহত হলেও গুরুতর কেউ নেই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ