নারায়ণগঞ্জের আড়াইহাজারের জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি পাওয়া গিয়েছে। উদ্ধার করেছে।
গত বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার কল্যাণদী ইউনিয়নের মাহমুদপুর থেকে পুলিশ উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী এলাকায় খালের পাড়ে জঙ্গলের ভেতরে দুটি অস্ত্র ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা আড়াইহাজার থানা পুলিশকে অবগত করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, এক রাউন্ড ৩০৩ বন্দুকের গুলি উদ্ধার করে। গুলি ও অস্ত্রগুলো পুলিশের কি না সেই বিষয়ে নিশ্চিত হতে কাজ করছি।