ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড় দিয়ে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে।বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার কাশীপুর বেদে পল্লীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্তকে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ৩ টার দিকে আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন একই গ্রামের রুবেল হোসেন। আবু তালেব ঘর থেকে বাহির হলে রুবেল লোহার সুঁচালো অংশ দিয়ে বুকে আঘাত করেন। এ সময় রুবেলকে ঠেকাতে গেলে তালেবের শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করা হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আবু তালেবের সঙ্গে রুবেলের পূর্ব শত্রুতা ছিল।

এমআর/এসএন


Share this news on: