মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান ভেসে ওঠার ঘটনায় গ্রেফতার ১

নাটোরের লালপুরে রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে ওঠার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে করেছে পুলিশ। লালপুর থানার ওসি নাজমুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে ইমদাদুল হক লিটন।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ওই লেখা ভেসে উঠে।

এলাকাবাসী জানান, বুধবার মাগরিবের নামাজের সময় হঠাৎ মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে উঠে। এরপর ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে, তার চোখ উপড়ে নেওয়া হবে’ লেখা প্রদর্শিত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাইনবোর্ডটির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। এর আগেও একবার মসজিদের সাইনবোর্ডে এ ধরনের লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছিল বলে তারা জানান। 

এসএম/টিএ

Share this news on: