ইউক্রেনে রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি তরুণের মৃত্যু

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভাড়াটে সেনা হিসেবে অংশ নিয়ে নিহত হয়েছেন বাংলাদেশের ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালি গ্রামের ইয়াসিন শেখ (২৫)।

তিনি গত বছর বিদেশে গিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন। ২৭ মার্চ যুদ্ধরত অবস্থায় মিশাইল হামলায় ইয়াসিনসহ তার চার সহযোদ্ধা নিহত হন। এই খবরটি ঈদের পরদিন তার বন্ধু মেহেদীর মাধ্যমে পরিবার নিশ্চিত করে।

ইয়াসিনের পরিবারে চলছে শোকের মাতম। তিনি তার বড় ভাই রুহুল আমিনের সহায়তায় বিদেশে গিয়ে সেনাবাহিনীতে যোগ দেন, যাতে তার বাবার স্বপ্ন পূর্ণ হয়। রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে তিনি ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন, যেখানে তিনি নিজের যুদ্ধে অংশ নেওয়া এবং বাবার স্বপ্ন পূরণের কথা বলেন।

ইয়াসিনের পরিবারের সদস্যরা তার মরদেহের অবস্থা বা দেশে ফিরে আসার ব্যাপারে কোনো তথ্য পাচ্ছে না, যা তাদের শোক আরো বাড়িয়ে দিয়েছে। তার মা এবং বড় ভাই নিয়ে তার সংসার ছিল। নিহত হওয়ার পর পরিবারের সদস্যরা শোকে মূহ্যমান হয়ে পড়েছেন, এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএস

Share this news on: