সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের দুর্গম চরাঞ্চলে এক কৃষক ও তার স্ত্রীর হাত-পা বেঁধে ১১টি গরু লুট করে নিয়ে গেছে ডাকাতদল। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক আলমগীর হোসেন, যিনি মৃত আব্দুল কাদের মাস্টারের ছেলে, জানান যে, রাতে তিনি বাইরে বসে মোবাইল দেখছিলেন। রাত ৩টার দিকে ঘরে যাওয়ার পথে ৮/১০ জনের এক সংঘবদ্ধ ডাকাতদল তাকে ধরে হাত-পা বেঁধে ফেলে। তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে এলে তাকেও বেঁধে ফেলা হয়। এরপর ডাকাতরা তার গোয়ালের ১৪টি গরুর মধ্যে ১১টি বড় গরু নিয়ে যায় এবং ৩টি বাছুর রেখে যায়। এই ১১টি গরুর বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি জানান, কৃষক আলমগীর যমুনা নদীর একটি ফাঁকা চরে একা বাস করেন এবং আশপাশে কোনো ঘর-বাড়ি নেই। ঘটনাটি জানার পর সকালেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রযুক্তির সাহায্যে চোরচক্রকে গ্রেপ্তার করার চেষ্টা করছেন।
এসএস