পৃথিবী রক্ষায় ‘থ্রি-জিরো’ ব্যক্তি হওয়ার আহ্বান প্রফেসর ইউনূসের

বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তরুণ প্রজন্মকে ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে তিনি এই আহ্বান জানান।
 
অধ্যাপক ইউনূস বলেন, বর্তমান অর্থনৈতিক মডেলের কারণে বিশ্ব আত্মবিধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। টিকে থাকতে হলে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণের 'থ্রি-জিরো' সভ্যতা গড়ে তুলতে হবে। সম্পদ ভাগাভাগি না করলে সমাজে টিকে থাকা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, মানুষ জন্মগ্রহণ করে অন্যের অধীনে কাজ করার জন্য নয়। বর্তমান প্রজন্মকে বিশ্বের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করে তিনি বলেন, জীবন হলো সংরক্ষণ ও সুরক্ষার জন্য, তাই ‘থ্রি-জিরো’ সভ্যতা গড়ে তুলতে হবে।

‘থ্রি-জিরো ক্লাব’ গঠনের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে কার্বন নিঃসরণ, বর্জ্য উৎপাদন এবং সম্পদ কেন্দ্রীকরণ থেকে মুক্ত থাকার পরামর্শ দেন তিনি। পরিবর্তন আনতে হলে নিজের গ্রাম থেকেই শুরু করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।


 এমআর/টিএ


Share this news on: