চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে আহত ছোট ভাই মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) চিকিৎসাধীন মারা যান তিনি।নিহত মো. মাসুম (৩০) ভূজপুর ইউনিয়নের ফকিরা বন এলাকার ভোঁলা গাজীর বাড়ির আলী আহমেদের ছেলে। পেশায় তিনি মাদরাসা শিক্ষক ছিলেন।
ইউপি চেয়ারম্যান শিপন জানান, বৃহস্পতিবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই ইয়াসিন ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাইয়ের ওপর হামলা করেন। এতে তার শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়।
তিনি আরো জানান, তাকে রক্ষা করতে গিয়ে মা জুলেখা খাতুন আহত হন।
দুইজনকে চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে মাসুমের মৃত্যু হয়। জুলেখার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
এমআর/টিএ