মোদি-ইউনূস বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা : বিক্রম মিশ্রি
মোজো ডেস্ক 05:46PM, Apr 04, 2025
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হয়েছে, বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের সাংগ্রি-লা হোটেলে বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূস ও মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিক্রম মিশ্রি।
তিনি জানান, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের প্রধানমন্ত্রী তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি অধ্যাপক ইউনূসকে বাস্তবতার ভিত্তিতে বাংলাদেশের সাথে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ভারতের আকাঙ্ক্ষার প্রতি জোর দেন।
পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী মোদি হিন্দুসহ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত ভারতের উদ্বেগের কথা তুলে ধরেছেন এবং বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সহিংসতার সব ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্যেও জোর দিয়েছেন।