কুমিল্লার লাকসামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনকে টর্চের আলো চোখে পড়ায় কুপিয়ে গুরুতর আহত করেছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সাদ্দাম হোসেন ফেনী জেলার দাগনভূঞা থানায় কর্মরত ছিলেন এবং ঈদের ছুটিতে তিনি পরিবার নিয়ে মনপাল গ্রামে আসেন। এমরান হোসেন ওই ইউনিয়নে ফেস্টুন টাঙানোর পর কিছু অজ্ঞাত ব্যক্তি তা নষ্ট করে ফেলে, যা এমরানকে ক্ষিপ্ত করে তোলে। পরে তিনি দলবল নিয়ে সেই ফেস্টুন পরিদর্শন করতে আসেন। এ সময় সাদ্দাম হোসেন টর্চ লাইট নিয়ে বাড়ি ফিরছিলেন এবং তার আলো এমরান হোসেনের চোখে পড়ে। এতে এমরান ক্ষিপ্ত হয়ে সাদ্দাম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
ঘটনার পর এমরান হোসেন এবং তার সহযোগীরা পলাতক হন। সাদ্দাম হোসেন জানায়, টর্চের আলো অনিচ্ছাকৃতভাবে তার চোখে পড়ায় এমরান ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণ করেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে এমরান হোসেন পালিয়ে যান।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সাদ্দাম হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রহমান বেলাল জানান, এমরান হোসেনের বিরুদ্ধে এর আগেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল এবং তিনি এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন।
এসএস