ঢাকার মোহাম্মদপুর থানার কাছে বৃহস্পতিবার রাতে একদল ব্যক্তি পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজিদ বিন কামাল এবং তার দুই আত্মীয়কে মারধর করে, তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রো গ-১৯-২৩২৩ নম্বরের একটি প্রাইভেট কারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। ধাক্কার পর মোটরসাইকেল আরোহীরা প্রাইভেট কারটিকে ধাওয়া করে এবং রাস্তার পাশে একটি বড় বোর্ডের সঙ্গে গাড়িটি আঘাত পেয়ে ধ্বংস হয়ে যায়। এরপর, ১০-১২ জন ব্যক্তি গাড়ির মধ্যে থাকা এএসপি সাজিদ এবং তার দুই আত্মীয়কে মারধর করেন এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, এএসপি সাজিদ বিন কামাল তার আত্মীয়দের সঙ্গে দেখা করতে খুলনা থেকে ঢাকায় আসছিলেন। এ সময় তাদের গাড়িটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়, যা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে এএসপি সাজিদ সামান্য আহত হন। তবে, তার কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি তিনি জানেন না এবং থানায় কোনো লিখিত অভিযোগও তিনি দেননি বলে জানিয়েছেন ওসি।
এসএস