সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট

সাভারে শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চলন্ত বাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মূল্যবান মালামাল লুটে নেয়। এ ঘটনায় বাসের চালক রজব আলী (৩০) এবং সহকারী এমদাদুল হক (৪০)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি কর্ণপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রের সাহায্যে যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এরপর ডাকাতরা সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যায়।

বাসযাত্রী সুমন সরকার জানান, তিনি চন্দ্রা থেকে বাসে উঠেছিলেন এবং উলাইল এলাকায় পৌঁছালে কয়েকজন ডাকাত ছুরি নিয়ে যাত্রীদের জিম্মি করে তার কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। অন্য যাত্রীদের কাছ থেকেও স্বর্ণালঙ্কার এবং মালামাল লুট করা হয়।

বাসচালক রজব আলী বলেন, ডাকাতরা হঠাৎ অস্ত্র বের করে যাত্রীদের মালামাল লুট করে, পরে ক্ষুব্ধ যাত্রীরা বাসে ভাঙচুর চালায়। তখন তিনি এবং সহকারী সড়কের পাশে লুকিয়ে পড়েন।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, ঘটনার পর তদন্ত শুরু করা হয়েছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এসএস

Share this news on: