মসজিদে হামলা করে সেক্রেটারিকে হত্যা, ২ ভাই গ্রেফতার

কুমিল্লার দেবিদ্বারে মসজিদে হামলা ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতারকৃত দুই ভাই হলেন—জাহিদ হোসেন ভূঁইয়া (২৫) ও অনিক ভূঁইয়া (২০), তারা কুমিল্লার দেবিদ্বার থানার ফাতেহাবাদ গ্রামের বাসিন্দা এবং জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ভুট্টুর ছেলে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদর্শনগর মোড় এলাকায় র‍্যাব-১১ ও র‍্যাব-৩ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার মূল প্রেক্ষাপট ১৪ ফেব্রুয়ারির এক ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। দেবিদ্বারের নয়াকান্দি ও ফাতেহাবাদ গ্রামের মধ্যে মারামারির জেরে মাসুদ ও কামরুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে মসজিদে আশ্রয় নেওয়া লোকজনের ওপর নয়াকান্দি গ্রামের লোকজন হামলা চালায়।

মসজিদের মধ্যে ঢুকে নামাজরত মুসল্লিদের এলোপাতাড়ি মারধর ও ভাঙচুর চালানোর সময় ইব্রাহীম খলিলসহ অন্তত ১২ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ইব্রাহীমকে ঢাকায় হাসপাতালে নেওয়া হলে ২০ ফেব্রুয়ারি তিনি মারা যান।

নিহতের বড় ভাই ইসমাইল হোসেন এই ঘটনায় ২১ জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। এই ঘটনাটি স্থানীয়ভাবে শুধু একটি অপরাধ নয়, বরং ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা লঙ্ঘন ও সামাজিক শৃঙ্খলার জন্যও একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।

এসএস

Share this news on: