ঈদের ছুটিতে সৈয়দপুরে বিয়ের হিড়িক

ঈদের ছুটিতে নীলফামারী জেলার জনবহুল শহর সৈয়দপুরে বিয়ের হিড়িক পড়েছে। গত তিনদিনে শুধু এই উপজেলায় দুই শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে।একই সঙ্গে প্রতিদিন একাধিক বিয়ের আয়োজনে ব্যস্ত সময় পার করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ও কাজীরা।

বিয়ের ধুমে সৈয়দপুর শহরের কমিউনিটি সেন্টার, বিয়ে নিবন্ধনকারী, বিউটি পার্লার ও ডেকোরেটর হাউস সব বুকড। নতুন আয়োজনের অর্ডার ফিরিয়ে দিচ্ছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের আগে পবিত্র রমজান থাকায় মুসলিম পরিবারে বিয়ে তেমন একটা হয়নি। কিন্তু ঈদের দুই দিন পর বুধবার, বৃহস্পতি ও শুক্রবার—এই তিন দিনে সৈয়দপুরে দুই শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে। প্রতিবছরে এই ঈদে আত্মীয়স্বজন ও চাকরিজীবীরা এলাকায় অবস্থান করায় অনেকে বিয়ের জন্য এ সময়কে বেছে নেন।এদিকে একসঙ্গে অনেক বিয়ের অনুষ্ঠান থাকায় বেশি ব্যস্ত সময় কাটাচ্ছে বিউটি পার্লারগুলো।

শহরের দারুল উলুম মোড়ে রূপ এডিশন বিউটি পারলারের মালিক কোহিনুর লিপি বলেন, ‘আমাদের এক দিনে তিন-চারটির অধিক বউ সাজাতে হচ্ছে। এ ছাড়া ছেলেদের মধ্যে শহরের বাইরে যাদের বিয়ে হচ্ছে, সেই বিয়ের নারী বরযাত্রীরা এসে মেকআপ করছেন। ’
 
সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের বাবুল হোসেন বলেন, ‘মেয়ের বিয়ে উপলক্ষে তিনদিন ঘুরেও ডেকোরেটর সামগ্রী ভাড়া পাইনি। পরে বাধ্য হয়ে নিজেই কম দামে কাপড় কিনে কোনোরকমে বিয়ের অনুষ্ঠান শেষ করেছি। ’

কারচালক বাঁধন মিয়া বলেন, আগামী চারদিন পর্যন্ত বিয়ের ভাড়া রিজার্ভ করা রয়েছে। বেশিরভাগ শহরের মধ্যে বিয়ের ভাড়া রয়েছে। একই দিনে তিন-চারটি বিয়ের আগাম ভাড়াও নেওয়া হয়েছে।

ড্রিমপ্লাস হোটেল অ্যান্ড রিসোর্টের স্বত্বাধিকারী তৌহিদার রহমান জানান, আগামী ১০ দিন পর্যন্ত বুকিং রয়েছে শুধু বিয়ের অনুষ্ঠানের জন্য। এখানে দিনে ও রাতে আলাদাভাবে বুকিং দেওয়া হয়। অনেকে দিনরাত মিলিয়ে বুকিং নিয়েছে।

সৈয়দপুর শহরের বিয়ে নিবন্ধনকারী (কাজি) সাইদুল ইসলাম বলেন, অভিভাবকেরা এখন সরকারি ছুটিতে ছেলে-মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য বেছে নেন। গত তিনদিনে আটটি বিয়ে নিবন্ধন করেছি।

তবে শহরের বাইরে বিয়ে অনুষ্ঠিত হলে সে রেজিস্ট্রার তাদের কাছে থাকছে না বলে জানান তিনি।

তিনি বলেন, পৌর এলাকায় ছয়জন নিকাহ রেজিস্ট্রারের বাইরে ইউনিয়ন পর্যায়ে নিকাহ রেজিস্ট্রার রয়েছেন। সব মিলিয়ে উপজেলায় গত তিন দিনে দুই শতাধিক বিয়ে অনুষ্ঠিত হয়েছে।সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, ‘ঈদের পর দিন থেকে শুক্রবার পর্যন্ত ১৪টির বেশি বিয়ের দাওয়াত পেয়েছি। একই দিনে একাধিক অনুষ্ঠান থাকায় দাওয়াত রক্ষা করাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তবু জনপ্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে অল্প সময়ের জন্য হলেও উপস্থিত থাকার চেষ্টা করছি। ’


এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
ভিনিসিয়াসের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে ভ্যালেন্সিয়া চমক সৃষ্টি Apr 06, 2025
img
তামিমের চিন্তাভাবনা ‘অশিক্ষিত’, বললেন কোচ সালাউদ্দিন Apr 06, 2025
img
দক্ষিণী ইন্ডাস্ট্রির নজরে সিয়ামের ‘জংলি’, রিমেকের পরিকল্পনা Apr 06, 2025
img
বিদেশি মিডিয়া অনেক সময় মিথ্যা সংবাদ দেয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 06, 2025
img
সাভারে বজ্রপাতে নারী পোশাক শ্রমিকের প্রাণহানি Apr 06, 2025
img
ঈদ শেষে চুলা জ্বালানোর সময় সতর্ক থাকতে তিতাসের পরামর্শ Apr 06, 2025
img
'বাচ্চার বয়স ১০ হলে, তোর হবে ৭০ বছর : দেবকে বাবা-মায়ের তীক্ষ্ণ মন্তব্য Apr 06, 2025
img
'শহীদ জিয়াউর রহমানের পর সফল রাষ্ট্রনায়ক পেয়েছি’ Apr 06, 2025
img
ব্যয়বহুল সফরের কারণে ইরানের ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত Apr 06, 2025
img
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকটি পজিটিভ: আন্দালিব রহমান পার্থ Apr 06, 2025