খুলনায় শিলাবৃষ্টি, ধান, আম ও তরমুজ নিয়ে উদ্বিগ্ন কৃষকরা

তীব্র গরমের মধ্যে হঠাৎ স্বস্তির বৃষ্টি হলো খুলনায়। কিন্তু বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হওয়ায় ধান, আম আর তরমুজ ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। তবে কি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তার তথ্য খুলনা আবহাওয়া অফিস থেকে মেলেনি।

আবহাওয়ার রেকর্ডে দেখা যায়, শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত খুলনায় হালকা বৃষ্টিপাত হয়।

তবে কিছু কিছু স্থানে শিলাবৃষ্টিও হয়। বর্তমানে বোরো ধানের ফলনমুহূর্ত থাকায় শিলাবৃষ্টির ফলে ধানগুলোর ব্যাপক ক্ষতি হতে পারে বলে কৃষকরা আশঙ্কা করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, বৃষ্টি হলেও শিলাবৃষ্টি সব জায়গায় হয়নি। কোথায় কোথায় শিলাবৃষ্টি হয়েছে সেটি রবিবার (৬ এপ্রিল) সরেজমিনে গিয়ে উপ-সহকারী কৃষি অফিসারদের দেখার পর ক্ষতির পরিমাণ জানা যাবে।

তবে এ সময় শিলাবৃষ্টি হলে ধান, আম ও তরমুজের ক্ষতি হওয়াটাই স্বাভাবিক।

এসএম/এসএন

Share this news on: