নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও পোস্টে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আল্লা্ প্রভু আমার, কবে হবে এর বিচার! কবে হবে এই নারকীয়তার অবসান!’
ইসরায়েল গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ফিলিস্তিনের গাজায় প্রতিদিন নারকীয় হত্যাকাণ্ডে শত শত নিরীহ নারী, শিশু হত্যা করছে।
সর্বশেষ গতকাল শুক্রবার (৪ এপ্রিল) ভোরে ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়। গাজা সিটির আল-আহলি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত ও ২৮৭ জন আহত হয়।
আসিফ নজরুল গাজার এমনই এক ভিডিও পোস্টে এমন মন্তব্য করেন।