চট্টগ্রামের হালিশহর এলাকায় দুর্বৃত্তের হাতে প্রাণ গেল এক নারীর

চট্টগ্রাম নগরের বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় দুর্বৃত্তের উপর্যুপুরি ছুরিকাঘাতে এক কর্মজীবী নারী খুন হয়েছে। ওই নারী হেঁটে তার বাসায় ফিরছিলেন। কে বা কারা, কি কারণে তাকে ছুরিকাঘাত করেছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে বাকের আলী টেকের মোড় এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

খুনের শিকার ওই নারীর নাম চাঁদনী খাতুন। তিনি খুলনা জেলার দাকোপ থানার খাজুরিয়া গ্রামের চাঁন মিয়ার কন্যা। সিইপিজেড’র এভারটোব বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক তৈরির কারখানায় তিনি কর্মরত ছিলেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বলেন, ওই নারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে তাকে ছুরিকাঘাত করে হত্যা পালিয়ে যায় এক যুবক। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘ঘাতককে আমরা এখনো শনাক্ত করতে পারিনি। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।’

এসএম/এসএন

Share this news on: