নানা বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় আলোচনায় থাকেন ‘ক্রিম আপা’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা। এবার তার বিরুদ্ধে আনা হয়েছে গুরুতর অভিযোগ। ভিডিও কন্টেন তৈরির জন্য দুই সন্তানকে নির্যাতনের অভিযোগ এনে তার বিরুদ্ধে স্মারকলিপি দিতে যাচ্ছে ‘একাই একশো’ নামে শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন।
আজ রোববার (৬ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি দেয়া হবে বলে সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে নিশ্চিত করা হয়।
শনিবার (৫ এপ্রিল) দুপরে করা ওই পোস্টে বলা হয়েছে, ক্রিম আপার বিরুদ্ধে আগামীকাল ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হবে যেন, তার সন্তান দুটির সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
ক্রিম আপা অনেকদিন ধরেই তার সন্তানকে পুঁজি করে ভিউ পাওয়ার আশায় মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে। জোর করে খাবার খাওয়ানো, চুলে কেটে ফেলা বা কালার করা, ভুল করলে গালাগালি দেয়াসহ বিভিন্ন শারীরিক নির্যাতন করছেন। এই কাজগুলো স্পষ্টভাবে বাংলাদেশের শিশু আইন, ২০১৩ (ধারা ৭০) অনুযায়ী অপরাধ। এই আইনে বলা আছে- শাস্তি: অনধিক পাঁচ বছর কারাদণ্ড অথবা অনধিক এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
সেইসঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ সেবা অধিদফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে স্মারকলিপি দেয়া হবে যেন, শিশুদের অনলাইন সুরক্ষা নীতিমালা তৈরি করা হয়। নির্দিষ্ট বয়সের আগে সন্তানকে বা কোনো শিশুকে দিয়ে কেউ ভিউ ব্যবসা যেন করতে না পারেন। বিশেষ ক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হবে।’
পোস্টে আরও বলা হয়েছে, এটা শুধু ‘ক্রিম আপা’র বিষয় নয় আমরা প্রায়ই দেখি, অনেক শিক্ষিত বাবা-মাও সন্তানদের ওপর চাপ প্রয়োগ করে কনটেন্ট তৈরি করায়। কেউ আয় করছেন, কেউ খ্যাতি পাচ্ছেন। কিন্তু এর পেছনে শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে।
এসএন