টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবুল আহমেদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের দেওদীঘি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত জামালপুরের ইসলামপুর উপজেলার দক্ষিণ দরিয়াবাদ এলাকার মন্তাজ শেখের ছেলে। তিনি টিকটকার ছিলেন।
সখীপুরে অপর টিকটকার বন্ধু রবিউলের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনলাইনে টিকটক ভিডিও করার সুবাদে সখীপুরের রবিউল নামের এক যুবকের সঙ্গে বাবুলের বন্ধুত্ব হয়। গতকাল শনিবার বাবুল ইসলামপুর থেকে সখীপুরে ঘুরতে আসেন। তারা কয়েকজন বন্ধু মিলে পাঁচটি মোটরসাইকেল নিয়ে উপজেলার হাতীবান্ধা তালিম ঘরে বেড়াতে যান।
সেখান থেকে সন্ধ্যায় তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সখীপুরে ফিরছিলেন।
পরে দেওদীঘি বাজারে এলে বাবুলের মোটরসাইকেলটি প্রথমে একজন পথচারীকে ও পরে ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবুল। এ ঘটনায় পথচারী ও এক অটোরিকশাযাত্রী গুরুতর আহত হন।তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘নিহতের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। তার পরিবারকে খবর পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
এফপি/এসএন