রাজধানীর হাজারীবাগের কোম্পনিঘাটে গ্যারেজ থেকে অটোরিকশা বের করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শফিউর রহমান (৪৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। আজ (রোববার) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। পরে সকালে সাড়ে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শফিউর রহমান লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বালাপাড়া গ্রামের শুকলাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে কামরাঙ্গীরচরে ভাড়া থাকতেন।
নিহতের প্রতিবেশী অলিউর রহমান জানান, ভোরে গ্যারেজ থেকে অটোরিকশা বের করার সময় শফিউর অসাবধানতাবশত বিদ্যুৎ তারে হাত লাগিয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএস/এসএন