মেয়াদোত্তীর্ণ স্তন্যদুগ্ধে সাবান তৈরি , নেটদুনিয়ায় হইচই

স্তন্যদুগ্ধ দিয়ে আইসক্রিম তৈরির পরে এবার তা ব্যবহার করা হচ্ছে প্রসাধনী তৈরিতে! যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের বাসিন্দা এক তরুণী, টেলর রবিনসন, মেয়াদোত্তীর্ণ স্তন্যদুগ্ধ ব্যবহার করে তৈরি করছেন স্নান পণ্য ও সাবান। তার ব্যতিক্রমী এই উদ্যোগ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

প্রসাধনী সংস্থার মালিক টেলর জানান, নবজাতকদের জন্য পুষ্টিকর এই উপাদান সাবান তৈরির জন্যও কার্যকর হতে পারে। এক ভিডিওতে তিনি দেখিয়েছেন কীভাবে মেয়াদোত্তীর্ণ স্তন্যদুগ্ধ থেকে সাবান তৈরি করেন এবং কীভাবে সেই পণ্য ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়ক হয়েছে।

টেলরের দাবি, এগজ়িমা ও সোরিয়াসিসসহ নানা চর্মরোগে উপকার পেয়েছেন অনেক গ্রাহক। তিনি বলেন, “অনেক মা তাঁদের ব্যবহৃত বা মেয়াদোত্তীর্ণ দুধ আমাদের পাঠান। সেগুলো আমরা সাবানে রূপান্তর করি, তাই মেয়াদোত্তীর্ণ হলেও সমস্যা নেই।”

তিনি জানান, দুধের ব্যাগ থেকে তরল তুলে তাতে সাবানের অন্যান্য উপকরণ মিশিয়ে ছাঁচে ঢেলে সাবান তৈরি করা হয়। মাতৃদুগ্ধে থাকা প্রাকৃতিক আর্দ্রতা ত্বকের জন্য দারুণ ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে বলে জানান টেলর।

তাঁর তৈরি এই সাবান নিয়ে মানুষের প্রতিক্রিয়া মিশ্র। কেউ ঘৃণা প্রকাশ করেছেন, কেউ আবার এটিকে চমকপ্রদ ও প্রাকৃতিক সমাধান হিসেবে দেখছেন। ইতোমধ্যেই ভিডিওটি সামাজিক মাধ্যমে হাজার হাজার বার দেখা হয়েছে এবং ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

আরএ/টিএ

Share this news on: