যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে চায় ইন্দোনেশিয়া

গাজা উপত্যকায় দেড় বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয় দেওয়ার জন্য ইন্দোনেশিয়া প্রস্তুত। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বুধবার জানান, তার দেশ প্রথম ধাপে গাজার এক হাজার ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

মধ্যপ্রাচ্য ও তুরস্কে সরকারি সফর শুরু করা প্রেসিডেন্ট প্রাবোও বলেন, যুদ্ধের ফলে আহত, মানসিকভাবে বিপর্যস্ত এবং এতিম ফিলিস্তিনিদের ইন্দোনেশিয়ায় আনার বিষয়ে তার দেশের পররাষ্ট্রমন্ত্রীকে দ্রুত আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘‘ভুক্তভোগীরা গাজার পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত ইন্দোনেশিয়ায় সাময়িকভাবে থাকতে পারবে এবং সেখান থেকে পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠার সুযোগ পাবে।’’

ইন্দোনেশিয়া ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বের সমাধানে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে এবং যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হয় এবং ৫০,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে, তবে ইন্দোনেশিয়া ফিলিস্তিনিদের সহায়তার জন্য আরও ভূমিকা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে।


এসএস/এসএন

Share this news on: