ভারতীয় মাতাল যাত্রীর কাণ্ড, সহযাত্রীর শরীরে করলেন মূত্রত্যাগ

ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ব্যাংককগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এক যাত্রীর অস্বাভাবিক আচরণ ঘিরে দেশে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, বিমানে থাকা এক মদ্যপ ভারতীয় নাগরিক তার সহযাত্রীর শরীরে মূত্রত্যাগ করেছেন। এ ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার এআই-২৩৩৬ ফ্লাইটে, এবং ভুক্তভোগী যাত্রী ছিলেন একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া। তবে কোন পরিস্থিতিতে এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। ব্যাংককে ফ্লাইটটি পৌঁছানোর পর এয়ার ইন্ডিয়া আক্রান্ত যাত্রীকে সহায়তা দেওয়ার প্রস্তাব করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু জানান, ঘটনাটি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে এবং বিমান সংস্থার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশ্বাস দেন, কোনো যাত্রীর সঙ্গে অন্যায় হলে তা মেনে নেওয়া হবে না।

এয়ার ইন্ডিয়ার দাবি, ফ্লাইটের ক্রুরা ঘটনার সময় প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করেছেন। তবুও এ ধরনের অস্বাভাবিক ও বিব্রতকর ঘটনা ঘিরে ভারতীয় গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।


এসএস/এসএন

Share this news on: