চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এ তথ্য জানায়। এর আগে ওই দিন ভোররাতে উপজেলার পাঁকা ইউনিয়নের চর পাঁকা সেতারপাড়া গ্রাম থেকে গরুগুলো জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সেতারপাড়া গ্রামে অভিযান চালায় বিজিবি।
এ সময় সীমান্তের ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আমবাগানে বেঁধে রাখা ১০টি মালিকবিহীন গরু দেখতে পায় তারা। পরে তারা গরুগুলো আটক করে।
৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, ‘গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের কাজ শুরু করেছে বিজিবি।’
এসএম/টিএ