একদিকে Pushpa র প্যান-ইন্ডিয়া আইকন Allu Arjun, আর অন্যদিকে Jawan খ্যাত ব্লকবাস্টার কারিগর Atlee — যখন এই দুই শক্তি একসঙ্গে আসে, তখন শুধু সিনেমা নয়, ফিল্ম হিস্ট্রি রিবুট হয়!
Sun Pictures ঘোষণা করল তাদের মেগা-প্রোজেক্ট: ‘AA22 x A6’ — আর তাতেই তুঙ্গে উঠেছে উত্তেজনা।
800 কোটি বাজেট! ঠিক শুনেছেন! এই প্রজেক্ট ইতিমধ্যেই ঢুকে গেছে ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে বড় বাজির তালিকায় — Rajamouli-র পরেই!
কিন্তু শুধু বাজেট নয়, চ্যালেঞ্জও পাহাড়প্রমাণ —
Break-Even টার্গেট = ₹1600 কোটি!
যেখানে Pushpa 2-এর সর্বোচ্চ আয় এখনো ₹1265.97 CR, সেখানে AA22 x A6 চাইছে তার থেকেও ₹330 কোটি বেশি! 😱
তাহলে কি সত্যিই সম্ভব?
সম্ভাবনা রয়ে গেছে, কারণ—
Allu Arjun মানেই এখন মাস ফেনোমেনন
Atlee জানেন কীভাবে থিয়েটারে ফায়ার লাগাতে হয়
Sun Pictures মানেই বিজনেসে বড়ো খেলোয়াড়
সিনেমার নাম, পোস্টার কিছুই ছাড়াই সোশ্যাল মিডিয়ায় Already হাইপ বয়ে যাচ্ছে 🌪️
তবে ভয়ও আছে!
• এত বড় বাজেট মানেই একটুও ভুলের জায়গা নেই
• দর্শক চাইবে মেটা সিনেমা নয়, ইমোশনাল বোমা
• শুধু ভালো হলে চলবে না, explosive হতে হবে!
এই সিনেমা একদিকে স্বপ্নের বাস্তবায়ন, আর অন্যদিকে বড়ো জুয়া।
কিন্তু Pushpa-র ইনটেনসিটি + Atlee-র থিয়েটার কন্ট্রোল থাকলে, ₹1600 কোটি-র সীমাও ভেঙে যেতে পারে!
এই ফিল্ম হতে পারে ভারতের পরবর্তী "Box Office Earthquake"!
এসএন