৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, গত সরকারের সময় দায়ের করা ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। তবে সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়; যাচাই-বাছাই করে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মডেল মেঘনার প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। তবে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হয়নি বলে মত দেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেবে বলে জানান আইন উপদেষ্টা।

বাংলাদেশ ব্যাংক হ্যাকিং প্রসঙ্গে তিনি জানান, ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ চুরির ঘটনায় একটি রিভিউ কমিটি গঠিত হয়েছে, যার নেতৃত্বে তিনি নিজেই রয়েছেন। কমিটিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ অন্যান্য কর্মকর্তারা রয়েছেন। তিনি বলেন, “ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার লুটের পরিকল্পনা ছিল, যা বাস্তবায়িত হলে দেশ ভয়াবহ সংকটে পড়ত।” তিনি অভিযোগ করেন, আগের সরকার এ ঘটনার তদন্তে গড়িমসি করেছে। সিআইডি যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল, তাদের নাম তদন্ত রিপোর্ট থেকে বাদ দেওয়ার সুপারিশ ছিল, যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।


এসএস/এসএন

Share this news on: