বগুড়ার ধুনটে এক শিশুকে বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে ইয়াবা ট্যাবলেট সেবন করানোর অভিযোগে দায়ের করা মামলায় শাহাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি নৈশ প্রহরী রাসেল সেখ (৩২) কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় শাহাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে রাসেল সেখের বিষয়টি অবগত করা হয়েছে। রাসেল সেখ উপজেলার শেহলীয়াবাড়ী গ্রামের আকছের আলীর ছেলে।’
মামলা সূত্রে জানা যায়, উপজেলার শেহলীয়াবাড়ী গ্রামের সৌরভ সেখের ছেলে তাওহীদ (৩) ২০২৪ সালের ১৯ মার্চ দুপুরে বাড়িতে খেলাধুলা করছিল।
রাসেল সেখ বাদাম খাওয়ানোর লোভ দেখিয়ে কৌশলে তাওহীদকে ওই বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে যান। সেখানে বাদামের পরিবর্তে তাওহীদকে ২টি ইয়াবা ট্যাবলেট সেবন করান তিনি। এ সময় তাওহীদ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় তাওহীদের বাবা সৌরভ শেখ বাদী হয়ে ২০২৪ সালের ২ এপ্রিল বগুড়া আদালতে মামলা করেন।
ওই মামলায় রাসেল সেখ ৯ এপ্রিল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি বগুড়া জেলা কারাগারে রয়েছেন।
ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, ‘শাহাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী রাসেল সেখের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
আরএ