ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে “কঠোর ব্যবস্থা” নেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এই হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হামলাটি হয় রোববার সকালে, যখন রাশিয়া উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর সুমিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, “এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়া— এটা সবাই জানে। আর এখন পর্যন্ত আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক প্রচেষ্টা উপেক্ষা করেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা।” তিনি আরও বলেন, “রাশিয়াকে যুদ্ধ থামাতে বাধ্য করতে আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়া দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াসহ ইউক্রেনের চারটি প্রদেশের কিছু অংশ দখল করে রেখেছে। এই দখলকৃত এলাকার আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় এক-পঞ্চমাংশ।
যদিও যুদ্ধরত দেশগুলো এখন পর্যন্ত নিজ নিজ ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, হতাহতের সংখ্যা কয়েক লাখে পৌঁছেছে।
এসএস/এসএন