আমিরাতে প্রথম সফরে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য আরব উপসাগরীয় দেশগুলোর সহায়তা পেতে মরিয়া সিরিয়া। এই লক্ষ্যে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমাদ আল-শারা।

রবিবার (১৩ এপ্রিল) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বাশার আল-আসাদের পতনের পর এটিই শারার প্রথম আমিরাত সফর।

এর আগে, গত ডিসেম্বরে আমিরাতের প্রেসিডেন্ট উপদেষ্টা আনোয়ার গারগাশ সিরিয়ার নতুন শাসকদের ইসলামপন্থী সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে জানুয়ারির মাঝামাঝি সময়ে শারা ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে টেলিফোনে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কথা হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার টেলিগ্রাম চ্যানেল থেকে জানানো হয়েছে, শারা সফরে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শায়বানিকে সঙ্গী করেছেন। এই সফরে দুই দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, সিরিয়ার নতুন নেতৃত্ব নিয়ে আমিরাতের মধ্যে এখনো গভীর সংশয় বিরাজ করছে। রাজনৈতিক ইসলাম ও তুরস্কের বাড়তে থাকা প্রভাব নিয়ে উদ্বেগ থেকেই এ দ্বিধার সৃষ্টি। যদিও চলতি বছরের শুরুতেও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আবুধাবি সফর করেছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধ পেরিয়ে দেশটির বর্তমান সরকার অর্থনৈতিক পুনর্গঠনের পথে আন্তর্জাতিক সহায়তা পেতে মরিয়া। নিষেধাজ্ঞা-পীড়িত অর্থনীতি চাঙা করতেই এই কূটনৈতিক তৎপরতা বলে মনে করছেন বিশ্লেষকেরা।


এসএস/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
এসএসসির ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার শিক্ষার্থী Apr 15, 2025
img
পঞ্চগড়ে হাজার শয্যার হাসপাতাল চাইলেন শরিফুল Apr 15, 2025
img
ড্যাফোডিলে মোবাইল সাংবাদিকতা বুটক্যাম্প : শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ Apr 15, 2025
img
সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি ক্রোক Apr 15, 2025
img
বই দেখে পরীক্ষা দেওয়ায় ৬ শিক্ষার্থী ও ৮ শিক্ষককে বহিষ্কার Apr 15, 2025
img
‘ঘুষ’ হিসেবে গুলশানে ফ্ল্যাট নেওয়ায় টিউলিপের বিরুদ্ধে মামলা Apr 15, 2025
img
নারী বিশ্বকাপ বাছাই: ৩ ফিফটিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ Apr 15, 2025
img
স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ Apr 15, 2025
img
সেবায় গতি আনতে পোস্টম্যানরা পেলেন ই-বাইক Apr 15, 2025
img
শ্রীপুরে অগ্নিকান্ড,পুড়লো পোশাক শ্রমিকদের ২২ ঘর Apr 15, 2025