রাজধানী ঢাকায় এক তরুণীকে প্রকাশ্যে লাঠিপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার “আপন কফি হাউজ”র সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর জিজ্ঞাসাবাদের জন্য আপন কফি হাউজের দুই কর্মীকে হেফাজতে নিয়েছে পুলিশ।সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আপন কফি হাউজের সামনে এক তরুণীকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন সেখানকার এক কর্মী। পরে ওই তরুণীর দুই পায়ে দুই দফা লাঠি দিয়ে মারেন এক কর্মচারী।
ভিডিওটি ফেইসবুকে শেয়ার করে অনেকেই ঘটনার সমালোচনা করেন এবং জড়িতদের শাস্তি দাবি করেন। এরপরই আপন কফি হাউজের দুই কর্মীকে হেফাজতে নিলো পুলিশ।
এ বিষয়ে ওসি আতাউর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, “ঘটনাটি গত ১১ তারিখের, আজ ভিডিও ভাইরাল হওয়ার পর কফি শপটির ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভকে আটক করা হয়েছে। ভিডিওতে ওই তরুণীকে লাঠি দিয়ে যাকে পেটাতে দেখা গেছে সে শুভ।”
তবে ভুক্তভোগী তরুণীর খোঁজ মেলেনি বলে জানান তিনি।
ওসি বলেন, “আমরা ওই তরুণীকে বিভিন্ন মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করছি। তাকে বা তার অভিভাবককে না পেলে পুলিশই বাদী হয়ে মামলা করবে।”তিনি আরও বলেন, “আটক দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণীর আচরণে ‘বিরক্ত’ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন।”
ওসি আরও বলেন, “তারা জিজ্ঞাসাবাদে বলেছে মেয়েটির মানসিক সমস্যা আছে। সেদিন গিয়ে বিরক্ত করছিল। তাকে ঢুকতে না করা হচ্ছিল, তারপরেও সে জোর করে ঢুকতে চাচ্ছিল। এজন্য এমন ঘটনা ঘটিয়েছে তারা।”
এমআর/টিএ