ফেনীতে থাইল্যান্ডের নারীকে ধর্ষণ-মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

ফেনীতে থাইল্যান্ডের এক নাগরিককে (৪০) ধর্ষণ ও মারধরের অভিযোগে মোখসুদুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার মোখসুদুর রহমান ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের নোয়াবাদ মুসলিম মেম্বার ভূঁইয়া বাড়ির মৃত আব্দুর রবের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জন্মসূত্রে ভারতীয় হলেও বর্তমানে থাইল্যান্ডের ওই নাগরিক ২০২০ সালে হংকং-এ একটি মুদির দোকানের ব্যবসা করেন। সেখানেই অভিযুক্ত মোখসুদুর রহমানের সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ও অভিযুক্ত তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। একপর্যায়ে সেখানে দুজনে মিলে একটি ব্যবসা শুরু করেন। পরবর্তীতে মোখসুদুরকে ব্যবসা ও বাংলাদেশে জমি কেনার জন্য ২ লাখ ১০ হাজার হংকং ডলার ও কিছু স্বর্ণালঙ্কার দেন ভুক্তভোগী ওই নারী। একসময় অভিযুক্ত সেদেশে ভিসা সমস্যার কারণে কারাগারে গেলে তাকে মুক্ত করেন ভুক্তভোগী নারী।
 
সূত্র জানায়, জেল থেকে ছাড়া পেয়ে মোখসুদুর বাংলাদেশে চলে এলেও তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। মোখসুদুর ভুক্তভোগী নারীকে স্ত্রী পরিচয়ে আত্মীয়স্বজনদের কাছে পরিচয় করিয়ে দেন। গত বছরের ২২ মার্চ বিয়ের প্রলোভন দেখালে তিনি প্রথমবার বাংলাদেশে আসেন। একইভাবে মোখসুদুর গত বছরের ১২ অক্টোবর আবার ওই নারীকে বাংলাদেশে নিয়ে এসে তার নিজ ঘরে ধর্ষণ করেন। সর্বশেষ রোববার (১৩ এপ্রিল) ওই নারী বাংলাদেশে এসে অভিযুক্তের ফেনীর বাড়িতে গেলে তাকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়। এ সময় তার একটি মোবাইল ফোন ভেঙে ফেলেন, যেখানে তাদের দুজনের ব্যক্তিগত ছবি ও তথ্য ছিল বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সোমবার (১৪ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে মোখসুদুর রহমানের নাম উল্লেখ ও আরও দুইজনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মোখসুদুরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
 
এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) আদালতে ভুক্তভোগী নারীর জবানবন্দি রেকর্ড করা হবে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

গাড়ি পার্কিংয়ের চাঁদা আদায় করা যুবক নিয়ে যা জানা গেল Apr 16, 2025
টিউলিপের বিরুদ্ধে অবৈধভাবে ফ্ল্যাট দখলের মামলা দুদকের Apr 16, 2025
নির্বাচনি সামগ্রী কেনাকাটায় তিন থেকে চার মাস লাগবে: ইসি সচিব Apr 16, 2025
এসএসসি ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার শিক্ষার্থী Apr 16, 2025
গার্মেন্টস শিল্পকে চাপে ফেলতেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত Apr 16, 2025
জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না জামায়েত Apr 16, 2025
অত্যাধুনিক লেজার ওয়েপেনের সফল পরীক্ষা চালাল ভারত Apr 16, 2025
আমি কোন অপরাধ করিনি: সাকিব আল হাসান! Apr 16, 2025
পিএসএলে টাইগার স্পিনার রিশাদের জাদুকরী আবারও হলেন গেম চেঞ্জার! Apr 16, 2025
ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি ঘোষণা বিসিবির Apr 16, 2025