ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় প্রশান্ত সরকার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নয়াকান্দা গ্রামের শিক্ষক ভুবন চন্দ্র সরকারের ছেলে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঢাকা- রাজশাহী রেলওয়ে লাইনের ভাঙ্গা উপজেলার আতাদী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা রেলওয়ে থানার ইনচার্জ খায়রুজ্জামান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করেন।

তিনি জানান, ঢাকা থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। 


এমআর/টিএ

Share this news on: