চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতানুল আরেফিনের ওপর হামলা চালিয়েছেন এক স্থানীয় অটোরিকশাচালক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেন।
সোমবার (১৪ এপ্রিল) রাত ১টার দিকে মূল ফটকে তালা দেন তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সেই তালা খুলে দেওয়া হয়।
জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে নববর্ষের অনুষ্ঠান শেষে বাইক নিয়ে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের ১নং গেট রেলক্রসিং এলাকায় এক অটোরিকশাচালক সুলতানুল আরেফিনের পায়ের ওপর গাড়ির চাকা তুলে দেন। এতে উভয়ের মাঝে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি সমাধান হয়ে যাওয়ার পরও স্থানীয়রা ভুক্তভোগী ছাত্রের বাইকে বিশ্ববিদ্যালয়ের লোগো দেখতে পেয়ে তাকে মারধর করেন।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সুলতানুল আরেফিন বলেন, গতকাল রাতে আমার পায়ের ওপর অটোরিকশার চাকা তুলে দেয় এক সিএনজি চালক। এর প্রতিবাদ করার পর তারা স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে আমাকে মারধর করে। তখন বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিকে ফোন দিয়েও সাহায্য পাইনি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, গতকালকের মারধরের ঘটনা শুনেছি। এটি হতাশাজনক। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না। আমরা সেই ওই চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।
এসএন