মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য অর্থ জোগাড় করতে নিজের বাবা-মাকে খুনের অভিযোগ উঠল এক মার্কিন কিশোরের বিরুদ্ধে। নিকিতা ক্যাসাপ নামের ১৭ বছর বয়সি ওই কিশোরকে গত মাসেই গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জারি হওয়া মার্কিন পুলিশের গ্রেফতারি পরোয়ানা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, ট্রাম্পকে হত্যা করতে এবং তার সরকার ফেলে দিতে অর্থ জোগাড় করতেই ওই খুনগুলো করেছে কাশ্যপ।
উইসকনসিনের বাসিন্দা নিকিতা ক্যাসাপ নামের ওই কিশোর গত ১১ ফেব্রুয়ারি মাথা ও শরীরে একাধিক গুলি করে হত্যা করে তার বাবা ডোনাল্ড মেয়ার ও মা তাতিয়ানা কেসাপকে। এরপর পালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করে।
নিকিতা দুই সপ্তাহ স্কুলে অনুপস্থিত থাকায় উদ্বিগ্ন হয়ে ওঠে স্কুল কর্তৃপক্ষ। তার খোঁজে মিলওয়াকির বাসায় গিয়ে বাবা-মার মরদেহ খুঁজে পায় তারা। পুলিশি তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য।
এফবিআই জানায়, নিকিতা 'অর্ডার অফ নাইন অ্যাঙ্গেলস' নামের একটি নাৎসি ঘরানার সন্ত্রাসী সংগঠনের সদস্য। তার মোবাইল ফোনে হিটলারের প্রশংসা, ইহুদি-বিরোধী মন্তব্য এবং ট্রাম্পকে হত্যার ছক সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। ইসরায়েলকে সমর্থনের কারণে ট্রাম্প ছিল সংগঠনটির প্রধান টার্গেট।
আদালতে জমা দেওয়া নথি অনুসারে, নিকিতা রাশিয়ার কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিল এবং ড্রোন ও বিস্ফোরক সংগ্রহে অর্থ খরচ করেছিল। হত্যাকাণ্ডের পর পালিয়ে ইউক্রেন সীমান্তে যাওয়ার পরিকল্পনা ছিল তার।
তদন্তের ভিত্তিতে নিকিতার বিরুদ্ধে সাতটি গুরুতর অভিযোগ গঠন করা হয়েছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সে দায় স্বীকার করেনি।
এফপি/টিএ