এসএসসির ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার শিক্ষার্থী

এবছর এসএসসির ইংরেজি (১ম পত্র) পরীক্ষায় ৮৩ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে এবং পরীক্ষায় ১৮ জন পরিদর্শককে অসুদপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিল প্রায় ২৯ হাজার পরীক্ষার্থী।

মঙ্গলবার ঢাকা শিক্ষাবোর্ড থেকে পাঠানো পরীক্ষা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে এ খবর উঠে এসেছে। ঢাকা শিক্ষাবোর্ডের সভাপতি ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এতে সাক্ষর করেন।

মঙ্গলবার সারাদেশে অনুষ্ঠিত হয় ইংরেজি প্রথম পত্রের আবশ্যিক পরীক্ষা। বোর্ড বিবেচনায় এদিন সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল মাদ্রাসার শিক্ষার্থীরা। উপস্থিতির সবচেয়ে বেশি হার ছিল দিনাজপুর শিক্ষাবোর্ডে। তবে সবচেয়ে বেশি ৩৬জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে কারিগরি বোর্ডের।

মাদ্রাসা বোর্ডে এই সংখ্যা ১৬ জন। ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকা বিভাগে অসুদপায় অবলম্বনের দায়ে সর্বোচ্চ ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করার ঘটনা ঘটেছে। তবে সাধারন বোর্ডে কোন পরিদর্শককে বহিষ্কার করা হয়নি। এদিকে কারিগরি বোর্ডের ১৫ ও মাদ্রাসা বোর্ডের ৩ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

বোর্ডের তথ্য সূত্রে জানা যায়, এদিন পরীক্ষায় মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮ হাজার ৯৪৩ জন। এরমধ্যে ৯ সাধারন বোর্ডে ১৫ হাজার ৬২৮। মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা সবচেয়ে বেশি। এদিন ১০ হাজার ৪৯০ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়নি।

কারিগরি বোর্ডেও এই সংখ্যা ২৮২৫। মোট ৩৭০৬ কেন্দ্রে ১৭ লাখ ৫৩ হাজারের বেশি পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু এতে অংশ নিয়েছে ১৭ লাখ ২৪ হাজার ৯৩ জন। শতকরা বিবেচনায় এ হার ১ দশমিক ৬৫ শতাংশ।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ