সাংবাদিক নূরুজ্জামান লাবুকে প্রাণনাশের হুমকিতে ডিআরইউ-ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) স্থায়ী সদস্য নূরুজ্জামান লাবুকে সংবাদ প্রকাশের জেরে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ এবং ক্র্যাব।

ঘটনার পর সাংবাদিক লাবু রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ৯০৪।

নূরুজ্জামান লাবু জানান, একটি প্রতিবেদনের জেরে তাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি বলেন, ‘হুমকির বিষয়টি আমাকে ভীতসন্ত্রস্ত করেছে এবং নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে। আমার আশঙ্কা, ওই ব্যক্তি বা তার সহযোগিরা আমার বা আমার পরিবারের ক্ষতি করতে পারে।’

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। হুমকিদাতাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’
ডিআরইউ’র দফতর সম্পাদক রফিক রাফির সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

অপরদিকে একই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘একজন সাংবাদিককে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়া কেবল নিন্দনীয়ই নয়, তা সাংবাদিকতার স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর আঘাত।’

ক্র্যাবের দফতর সম্পাদক ওয়াসিম সিদ্দিকীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

উভয় সংগঠন হুমকিদাতাকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় : গোলাম পরওয়ার Apr 18, 2025
img
পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’ : ভারত Apr 18, 2025
img
পাঞ্জাবের ১৪টি গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ধরা পড়লেন আমেরিকায় Apr 18, 2025
img
আগ্রহ দেখায়নি বেসরকারি চ্যানেল, বিটিভি দেখাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ Apr 18, 2025
img
ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না মাহমুদউল্লাহ Apr 18, 2025
img
রাজধানীতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, যুবক গ্রেফতার Apr 18, 2025
img
জুমার দিনের যে সময় দোয়া কবুল হয় Apr 18, 2025
img
সঠিক সমালোচনা করুন কিন্তু গুজব ছড়াবেন না : ফয়েজ আহমদ তৈয়্যব Apr 18, 2025
img
চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার Apr 18, 2025
img
কওমি সনদ বাস্তবায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের : ধর্ম উপদেষ্টা Apr 18, 2025