২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের কারণে বড় ধরনের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. আনিসুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ড. আনিসুজ্জামান বলেন, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ। করোনা না হলে ২০২৪ সালেই এলডিসি থেকে উত্তরণ ঘটতো। এলডিসি উত্তরণে কোনো বাধা নেই। নীতিমালার মধ্যে কাজ করা হবে এবং সম্ভাব্য সমস্যার প্রস্তুতি ও সমাধান করা হবে।
বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা উন্নত দেশগুলো বহাল রাখবে জানিয়ে তিনি আরও বলেন, যে সমস্ত সুযোগ আমরা পাচ্ছি তার মধ্যে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধাসহ অনেক কিছুই বন্ধ হবে না। এর মধ্যে অনেক দেশেই নানা ধরনের সুবিধা অফার করছে। তাই এলডিসি উত্তরণে আমাদের বাঁধা নেই।
এ সময় ভিক্ষার মেন্টালিটি থেকে বের হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত বলেন, ‘ভিক্ষার মেন্টালিটি থেকে বের হতে হবে। আমরা এখন আর বিশ্ব-দরবারে চাইব না বরং দেব।’
বিশেষ দূত বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজে সার্বিক কার্যক্রম মনিটরিং করবেন। এলডিসি থেকে উত্তরণে সব সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের সার্চ কমিটি গঠিত হবে। কমিটিতে সরকারি ও বেসরকারি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
এফপি/টিএ