গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার বড় বোনের বাসা দীবা গার্ডেন থেকে তাকে গ্রেফতার করা হয়।
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ জানান, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলাসহ দুটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার এজাহারনামীয় আসামি সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবির। ইতোমধ্যে গাইবান্ধা জেলা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলেই শাহ সারোয়ার কবিরকে হস্তান্তর করা হবে।
এমআর/টিএ