ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা ঢাকাই ইন্ডাস্ট্রিতে রীতিমতো ঝড় তুলেছে। মুক্তির সতেরো দিন পেরিয়ে গেলেও সিনেমাটির জনপ্রিয়তা যেন কমছেই না।
বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ডাটাবেজ আইএমডিবির সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি। তালিকায় ৪৪তম স্থানে থাকা ‘বরবাদ’ পেয়েছে ৭.৪ রেটিং।
আইএমডিবি চার্টে প্রথম স্থানে রয়েছে হলিউড সিনেমা ‘আ মাইনক্রাফট মুভি’। সেই তালিকায় স্নো হোয়াইট, অ্যানোরা, সুপারম্যান, মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং, সিকান্দার, ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড-এর মতো সিনেমার সঙ্গে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘বরবাদ’।
‘বরবাদ’-এর এই সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন, “আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে। এটি আমাদের জন্য অনেক আনন্দের এবং গর্বের। আমাদের দেশি সিনেমা এখন আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাচ্ছে। এটি আমাদের ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের।”
উল্লেখ্য, আইএমডিবি অ্যামাজন ডট কমের অঙ্গসংস্থা হিসেবে পরিচালিত হয়।
টিএ/