বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের তালিকায় অনন্যা পাণ্ডে এখন নিঃসন্দেহে প্রথম সারিতে। অভিনয়জীবন শুরু করার সময় খুব বেশি না হলেও, নিজের কাজের মধ্য দিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। শুধু গ্ল্যামারাস চরিত্রেই নয়, বাণিজ্যিক সিনেমার বাইরের ছবিতেও সমান সাবলীল চাঙ্কি পাণ্ডের কন্যা।
বলিউড পরিবারের সন্তান হওয়ায় কেরিয়ারের শুরুতে 'নেপো কিড' তকমা এবং সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে একের পর এক সিনেমায় নিজেকে প্রমাণ করে সেই ধারণা অনেকটাই বদলে দিয়েছেন অনন্যা।
সম্প্রতি ‘কেশরী চ্যাপ্টার ২’-এর ঝলকে অক্ষয় কুমারের পাশাপাশি তাক লাগিয়েছেন তিনিও। চলতি সপ্তাহের শুক্রবার মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। এর মাঝেই নতুন করে সাফল্যের পালক যোগ হলো অনন্যা পাণ্ডের মুকুটে।
জনপ্রিয় আন্তর্জাতিক প্রসাধনী তথা ফ্যাশন সংস্থা শ্যানেল-এর বিজ্ঞাপনী মুখ হিসেবে নির্বাচিত হয়েছেন অনন্যা পাণ্ডে। যে তকমা এর আগে আর কোনও ভারতীয় তারকার নামের সঙ্গে যুক্ত হয়নি। সেদিক থেকে বলতে গেলে, অনন্যাই প্রথম ভারতীয় যিনি শ্যানেল-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেব ইতিহাস গড়লেন।
মঙ্গলবারই সংস্থার তরফে এই সুখবর দেওয়া হয়েছে। অভিনেত্রী নিজেও সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেখবর। এক বিবৃতিতে অনন্যা পাণ্ডে জানিয়েছেন, ‘এটাই হল মুক্তির স্বাদ। প্রথম ভারতীয় হিসেবে শ্যানেল-এর জয়যাত্রার সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ এবং উচ্ছ্বসিত। আমার স্বপ্ন সত্যি হল।’
সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে জানা হয়েছে, “অনন্যা পাণ্ডে এমন একজন নায়িকা যিনি নিজস্ব কৌতূহলে ভর করে গোটা বিশ্বআঙিনায় নিজের পরিচয় তৈরি করেছেন এবং বর্তমান প্রজন্মের মধ্যে নিজস্ব রুচিবোধের প্রভাব ফেলেছেন। অনন্যার মূল্যবোধের সঙ্গে শ্যানেল-এর সাযুজ্য থাকায় আমাদের হয়ে প্রতিনিধিত্ব করতে ওকে বেছে নেওয়া হল।” গতবছর প্যারিস ফ্যাশন উইক-এ হেঁটেও বাজিমাত করেছিলেন অনন্যা পাণ্ডে। এবার শ্যানেল-এর মতো বিশ্বখ্যাত ফ্যাশন সংস্থার বিজ্ঞাপনী দূত-এর ভূমিকায় তিনি।
এসএম/টিএ