চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নীতি ও নির্বাহী আদেশ জারির মাধ্যমে আলোচনার পাশাপাশি সমালোচনারও কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি।
এবার ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার অভিযোগ, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১০০ দিনের মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে ট্রাম্পের সরকার। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার শিকাগোয় এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্পের নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাইডেন।
বক্তৃতায় তিনি বলেন, “ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে আমেরিকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অল্প সময়ের মধ্যেই তারা এতো ধ্বংস করেছে যে, একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছে।” বাইডেন আরও জানান, এই বিভক্ত জাতি নিয়ে এভাবে চলা সম্ভব নয়।
সম্মেলনে উপস্থিত দর্শকদের উদ্দেশে সাবেক এই ডেমোক্র্যাট নেতা বলেন, “আমি বহু বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত, কিন্তু এমন বিভক্ত আমেরিকা আগে কখনো দেখিনি।”
তবে বাইডেনের এই মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না হোয়াইট হাউস। প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, “বাইডেন এই মন্তব্য করেছেন ঘুমানোর ঠিক আগে। তিনি শুধু মিথ্যা বলছেন।”
এসএস/এসএন