দীর্ঘ দিন ধরে চাকরি করছিলেন তরুণ। কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দিনের পর দিন অফিসের ঊর্ধ্বতন কর্মীদের দুর্ব্যবহার সহ্য করতে পারছিলেন না তিনি। তাই চাকরি থেকে পদত্যাগ করেন তরুণ।
তবে প্রতিষ্ঠানের নিয়ম মেনে ই-মেলের মাধ্যমে নয়, পদত্যাগপত্র দিয়েছেন নিজ হাতে লিখে। তবে সাদা কাগজে নয়, টয়লেট পেপারের ওপর চাকরি ছাড়ার কারণ লিখে তা জমা দিয়েছেন ওই তরুণ।
ঘটনাটি সিঙ্গাপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটির এক উচ্চপদস্থ কর্মী সেই ‘বিশেষ’ পদত্যাগপত্রের ছবি লিঙ্কডইনে পোস্ট করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে, টয়লেট পেপারের ওপর ইংরেজি বর্ণে সেই তরুণের চাকরি ছাড়ার কারণ স্পষ্ট করে লেখা রয়েছে। সেই কাগজে লেখা রয়েছে, ‘পদত্যাগপত্র লেখার জন্য আমি এই কাগজটিই বেছে নিয়েছি। আমার সঙ্গে যেমন ব্যবহার করা হয়েছে, এই কাগজটি তার চিহ্ন বহন করে। আমি চাকরি ছাড়ছি।
ছবিটি পোস্ট করে একজন লিখেছেন, তাঁর কর্মরত প্রতিষ্ঠানের এক তরুণ কর্মী এমন কাণ্ড ঘটিয়েছেন। চাকরি ছাড়ার সময় সেই তরুণ বলেছেন, ‘আমাকে টয়লেট পেপারের মতো ব্যবহার করা হয়েছে। প্রয়োজনের সময় কাজে লাগিয়েছে। তারপর ছুড়ে ফেলে দিয়েছে।’
এসএন