ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চোর সন্দেহে এক কিশোরকে দড়ি দিয়ে বেঁধে মারধরের ঘটনায় আব্দুল লতিফ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বাদে অরুয়াইল গ্রামে এক কিশোরকে চুরির সন্দেহে ৮-১০ জন মিলে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করেন। ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, ভিডিও ফুটেজ যাচাই করে অভিযুক্ত আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নির্যাতনের শিকার কিশোরের ভাই থানায় একটি মামলা দায়ের করেছেন।